ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

জাতীয়

সাংবাদিক শিমুলের মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রী নাসিমের শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৪৪, ফেব্রুয়ারি ৪, ২০১৭
সাংবাদিক শিমুলের মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রী নাসিমের শোক

ঢাকা: সিরাজগঞ্জের শাহাজাদপুরে গুলিতে সাংবাদিক আবদুল হাকিম শিমুলের মৃত্যুতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম গভীর শোক প্রকাশ করেছেন।

শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

এরআগে, বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) গুলিতে শিমুলের আহত হওয়ার সংবাদ শোনামাত্র স্বাস্থ্যমন্ত্রী তাকে দ্রুত বগুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেন।

তার সর্বোচ্চ সুচিকিৎসা নিশ্চিত করতে মন্ত্রীর নির্দেশে তাকে ঢাকায় নেওয়ার ব্যবস্থা করলেও এর আগেই তিনি মারা যান।

শোকবার্তায় তিনি ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

তিনি বলেন, ইতোমধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। অবিলম্বে বাকিদেরও আইনের আওতায় আনা হবে।

মোহাম্মদ নাসিম মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মহান আল্লাহতায়ালার দরবারে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪,২০১৭
এমএন/এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।