ঘন কুয়াশায় ভোলা-লক্ষ্মীপুর রুটের ৩ ফেরি আটকা
ভোলা: ঘন কুয়াশা ও নদীর নাব্যতা সংকটে ভোলা-লক্ষ্মীপুর রুটে তিনটি ফেরি আটকা পড়ে আছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) ভোর থেকে কৃষাণী, করোবি ও কনকচাঁপা নামে তিনটি ফেরীতে প্রায় ৩০টি যানবাহন আটকা পড়ে।
ফেরির ইনচার্জ আবু আলম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ঘন কুয়াশা এবং পানি কমে যাওয়ায় ভোলা-লক্ষ্মীপুর রুটের তিনটি ফেরি মতিরহাট ও রহমতখালী পয়েন্টে আটকে আছে। জোয়ার এলে আর কুয়াশা কমে গেলে ফের ফেরি চলতে শুরু করবে।
এদিকে ফেরি আটকা পড়ায় ঘাটে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। উভয় পাশে অপেক্ষায় রয়েছে অন্তত শতাধিক যানবাহন।
বাংলাদেশ সময়: ০৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
এটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।