ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

জাতীয়

বরিশালে বিস্কুট গোডাউনে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৭, ফেব্রুয়ারি ৩, ২০১৭
বরিশালে বিস্কুট গোডাউনে আগুন বরিশালে বিস্কুট গোডাউনে আগুন

বরিশাল: বরিশালে এক‌টি বিস্কুটের গোডাউনে আগুন ধরেছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দিনগত রাত ৯টার দিকে বেলতলা বাজারে ওই বিস্কুটের গোডাউনে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দু’টি ইউনিট গি‌য়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গোডাউন মালিক আরিফুর ইসলাম সায়েম বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে গোডাউনে আগুন লেগে যায়। আগুনে প্রায় ২ লাখ টাকার রহমানিয়া বিস্কুট পুরে ছাই হয়েছে।

বরিশাল সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আলাউদ্দিন জানান, আগুনের তীব্রতার চেয়ে ধোঁয়া বেশি হওয়ায় একটু সমস্যা হ‌য়ে‌ছে। ত‌বে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বাংলা‌দেশ সময়: ০০২৬ ঘণ্টা, ফেব্রুয়া‌রি ০৪, ২০১৭
এমএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।