ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

জাতীয়

সাভারে পরিবেশ রক্ষায় গণশুনানি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৯, ফেব্রুয়ারি ৩, ২০১৭
সাভারে পরিবেশ রক্ষায় গণশুনানি গণশুনানি/ ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): সাভারে ট্যানারি স্থানান্তর, ধলেশ্বরী নদীকে বুড়িগঙ্গা হতে দেওয়া হবে না, শীর্ষক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে সাভার উপজেলা অডিটরিয়ামে সাভার নদী ও পরিবেশ উন্নয়ন পরিষদের উদ্যোগে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান।

এ সময় স্থানীয়রা অভিযোগ করে বলেন, সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় ট্যানারি শিল্পের কারণে ঝাউচর এলাকাবাসী পরিবেশ সংকটের মুখে রয়েছে। ট্যানারির বর্জ্যের দুর্গন্ধে ওই এলাকার নারী ও শিশুরা নানা রোগে ভুগছে।


ধলেশ্বরী নদীর পানি দূষিত হয়ে মরে যাচ্ছে নদীর মাছ। অবিলম্বে ট্যানারির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের কাছে আহ্বান জানান স্থানীয়রা।

অনুষ্ঠানে ডা. এনামুর রহমান বলেন, ট্যানারির কারণে পরিবেশ দূষণ হওয়ায় বিভিন্ন সমস্যার কথা সংসদে আলোচনা করা হবে।

গণশুনানিতে এলাকাবাসীর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন- জেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল আলম সমর, সাভার নদী ও পরিবেশ উন্নয়ন পরিষদের সভাপতি ঠান্ডু মোল্ল্যা, সাধারণ সম্পাদক সামছুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৭
আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।