ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

জাতীয়

বরিশালে শিক্ষা মেলার সমাপনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৪, ফেব্রুয়ারি ৩, ২০১৭
বরিশালে শিক্ষা মেলার সমাপনী বরিশালে শিক্ষা মেলার সমাপনী

বরিশাল: ‘শিক্ষার আলো জ্বালবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো’ এ স্লোগানে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ উদযাপনের লক্ষ্যে বরিশালে শিক্ষা মেলা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে নগরের নব আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর মো. সালেহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক দেলোয়ার হোসেন ও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল প্রমুখ।


 
মেলায় বরিশালের ১০ উপজেলা থেকে পৃথক ১০টি স্টল অংশ নেয়। স্টলগুলোতে শিশুদের জন্য বিভিন্ন সামগ্রী প্রদর্শন করা হয়। এছাড়া সমাপনী অনুষ্ঠানে বেতারের শিল্পীদের অংশগ্রহনে গান পরিবেশন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৭
এমএস/এনটি/এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।