ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

জাতীয়

সুন্দরবনে মাছ ধরার অপরাধে ২৮ জেলে‌ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৭, ফেব্রুয়ারি ৩, ২০১৭
সুন্দরবনে মাছ ধরার অপরাধে ২৮ জেলে‌ আটক

সাতক্ষীরা: সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় মাছ ধরার অ‌ভিযোগে ২৮ জেলেকে আটক করেছে বন ‌বিভাগের স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা। শুক্রবার (০৩ ফেব্রুয়া‌রি) দুপুরে প‌শ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্য ঘো‌ষিত মান্দারবা‌ড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

খুলনা বিভাগীয় বন সংরক্ষক (ডিএফও) আবু সাইদ বাংলা‌নিউজকে বিষয়‌টি নি‌শ্চিত করেছেন।

তিনি জানান, আটক জেলেদের নামপরিচয় জানা যায়‌নি।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিকেলে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।