ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

জাতীয়

ভোলায় এইচআরডিএফের ২ সদস্যকে সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫২, ফেব্রুয়ারি ৩, ২০১৭
ভোলায় এইচআরডিএফের ২ সদস্যকে সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: ভোলায় হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরামের (এইচআরডিএফ) সদস্য অধ্যক্ষ শাফিয়া খাতুন জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে নির্বাচিত হওয়ায় এবং শিমুল চৌধুরী মানবাধিকার বিষয়ে সংবাদ পরিবেশন করায় হিউম্যান ডিফেন্ডার ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন হয়।

এসময় উপস্থিত ছিলেন- হিউম্যান ডিফেন্ডার ফোরামের সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. হোসেন, অধ্যক্ষ শাফিয়া খাতুন, বিলকিস জাহান মুনমুন, অ্যাডভোকেট মো. সাজাহান, অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস, মনিরুল ইসলাম, অবিনাশ নন্দি, মো. সোলাইমান প্রমুখ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আজমুল হুদা মিঠুন, মো. মনছুর আলম, কাজী জোহরা।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
বিএসকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।