ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

জাতীয়

লক্ষ্মীপুরে বাস ও ট্রাক্টর সংঘর্ষে আহত ২০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৯, ফেব্রুয়ারি ২, ২০১৭
লক্ষ্মীপুরে বাস ও ট্রাক্টর সংঘর্ষে আহত ২০

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। তবে তাদের পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে লক্ষ্মীপুর-মজু চৌধুরীর হাট সড়কের শাকচর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, লক্ষ্মীপুরে ইজতেমা উপলক্ষে নোয়াখালীর সুবর্ণচর এলাকা থেকে একটি বাস যাত্রী নিয়ে লক্ষ্মীপুরের মটবী এলাকার দিকে যাচ্ছিলো।

পথে বাসটি শাকচর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসের নারী ও শিশুসহ অন্তত ২০ যাত্রী আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে। আহতদের মধ্যে চালকসহ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দ‍ুলাহ্ আল মামুন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।