ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

জাতীয়

বঙ্গ বিল্ডিং ম্যাটারিয়ালস এর পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩২, জানুয়ারি ৩১, ২০১৭
বঙ্গ বিল্ডিং ম্যাটারিয়ালস এর পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা: বঙ্গ বিল্ডিং ম্যাটারিয়ালস লিমিটেড এর ব্র্যান্ড কসমিক, প্রটেক্টর, ব্রাভোসহ বিভিন্ন ধরনের দরজা পরিবেশনের সাথে সংশ্লিষ্ট পরিবেশকদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ জানুয়ারি) গাজীপুরের কালিগঞ্জে ‘আরএফএল’ ইন্ডাস্ট্রিয়াল পার্কে এই সম্মেলনের আয়োজন করা হয়। এতে সারাদেশ থেকে কোম্পানির আড়াই হাজারের বেশি পরিবেশক উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন- আরএফএল-এর ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল, বঙ্গ বিল্ডিং ম্যাটারিয়ালস লিমিটেড-এর চিফ অপারেটিং অফিসার দিলীপ কুমার সূত্রধর, জেনারেল ম্যানেজার (মার্কেটিং) এমএএম মুনীম, ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ সোলায়মানসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়:  ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
এসআরএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।