ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

জাতীয়

গাজীপুরে দুই মণ গাঁজাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৭, জানুয়ারি ৩১, ২০১৭
গাজীপুরে দুই মণ গাঁজাসহ আটক ২

গাজীপুর: গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকা থেকে প্রায় দুই মণ গাঁজাসহ দুই যুবকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের বহনকারী একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-কাপাসিয়া সড়কের থেকে তাদের আটক করা হয়। ওই দুই যুবক ঢাকার দক্ষিণখান এলাকায় বসবাস করেন বলে জানা যায়।

আটকরা হলেন- বগুড়ার শাহজাদপুর থানার সাহানগর কামারপাড়া এলাকার নূরুজ্জামানের ছেলে ওমর ফারুক (২৮) ও ব্রাহ্মণবাড়িয়া সদর থানার কসবা এলাকার মো. মোজাম্মেল হকের ছেলে শাহিন মিয়া (২৩)।

জয়দেবপুর থানাধীন হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হক বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় রাজেন্দ্রপুর এলাকা দিয়ে একটি প্রাইভেটকারে গাঁজা নেওয়া হচ্ছে।

পরে সকাল সোয়া ৬টার দিকে ঢাকাগামী ওই প্রাইভেটকার তল্লাশি করা হয়। প্রাইভেটকার থেকে দুই বস্তায় প্রায় দুই মণ (৭৭ কেজি) গাঁজাসহ দুই যুবককে আটক ও প্রাইভেটকারটি জব্দ করা হয়।

এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান এসআই নাজমুল হক।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
আরএস/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।