ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

জাতীয়

শ্যামনগরে কলেজ ছাত্রী মুন্নি হত্যাকাণ্ডের বিচার দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৪, জানুয়ারি ৩০, ২০১৭
শ্যামনগরে কলেজ ছাত্রী মুন্নি হত্যাকাণ্ডের বিচার দাবি শ্যামনগরে কলেজ ছাত্রী মুন্নি হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন-ছবি:বাংলানিউজ

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে কলেজ ছাত্রী মুন্নি হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয়রা। সোমবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার মুন্সীগঞ্জের মুনসুর সরদারের গ্যারেজ মোড় ও উপজেলা প্রেসক্লাবের সামনে পৃথক এ কর্মসূচি পালিত হয়।

উপজেলার মুন্সীগঞ্জ, বুড়িগোয়ালিনী ও ঈশ্বরীপুর ইউনিয়নবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

এসময় বক্তব্য রাখেন-জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য ডালিম কুমার ঘরামী, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ মণ্ডল, সাবেক চেয়ারম্যান অসীম কুমার মৃধা ও খাইরুল ইসলাম প্রমুখ।

বক্তারা অবিলম্বে মুন্নি হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে বলেন, মুন্নির ময়নাতদন্তকারী চিকিৎসক তার প্রতিবেদনে মৃত্যুর সুনির্দিষ্ট কোন কারণ খুঁজে পাওয়া যায়নি বলে উল্লেখ করেছেন। যা সবাইকে হতাশ করেছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।