ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী প্রচারণায় সাইকেল শোভাযাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৬, জানুয়ারি ৩০, ২০১৭
ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী প্রচারণায় সাইকেল শোভাযাত্রা মাদকবিরোধী প্রচারণায় সাইকেল শোভাযাত্রা/ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: মাদকবিরোধী জনসচেতনতা গড়ে তুলতে ব্রাহ্মণবাড়িয়ায় সাইকেল শোভাযাত্রা কর্মসূচি নিয়েছে মাদকবিরোধী আন্দোলন নামে একটি সংগঠন। সোমবার (৩০ জানুয়ারি) সকালে শুরু হওয়া শোভাযাত্রাটি পুরো আখাউড়া উপজেলা ঘুরবে। এতে অংশ নিয়েছে শতাধিক তরুণ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শামছুজ্জামান কর্মসূচির উদ্ধোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী, আয়োজক সংগঠনের সংগঠক সৈয়দ তানভীর শাহ প্রমুখ।

কর্মসূচির আওতায় তরুণরা বিভিন্ন হাট-বাজারে থেমে মাদকবিরোধী প্রচারণা চালাবে। আখাউড়ার পাঁচটি ইউনিয়ন ঘুরে বিকেলে সড়ক বাজারের মুক্ত মঞ্চে সমাবেশ করবে সচেতন তরুণরা।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।