ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

বাঘারপাড়ায় বাসের ধাক্কায় পথচারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৬, জানুয়ারি ২২, ২০১৭
বাঘারপাড়ায় বাসের ধাক্কায় পথচারী নিহত

যশোর: যশোরের বাঘারপাড়া উপজেলার ভাটার আমতলায় বাসের ধাক্কায় মফজেল (৩৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। এসময় পা হারিয়েছেন কামরুল ইসলাম নামে এক কলেজছাত্র।

রোববার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে যশোর-মাগুরা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মফজেলের বাড়ি বাঘারপাড়া উপজেলার রায়পাড়া ইউনিয়নের আজমতপুর গ্রামে।

 

আহত কামাল একই উপজেলার ভাটার আমতলা এলাকার বাসিন্দা। তিনি খাজুরার শহীদ সিরাজ উদ্দিন ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছয়রুদ্দিন আহম্মেদ বাংলানিউজকে জানান, রাতে শ্যামলী পরিবহনের ঢাকাগামী একটি বাস ভাটার আমতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারীকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মফজেল নিহত হন। এসময় পা হারান কলেজছাত্র কামাল। স্থানীয়রা কামালকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।  

তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।  

বাংলাদেশ সময়: ০২৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
ইউজি/এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।