ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

ভুলে ভরা পাঠ্যপুস্তকের বিরুদ্ধে শিশুদের অবস্থান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৪, জানুয়ারি ২২, ২০১৭
ভুলে ভরা পাঠ্যপুস্তকের বিরুদ্ধে শিশুদের অবস্থান শিশুদের নিয়ে প্রতিবাদী অবস্থান কর্মসূচি/ ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: ভুলে ভরা পাঠ্যপুস্তকের বিরুদ্ধে শিশুদের নিয়ে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ জেলা খেলাঘর।

রোববার (২২ জানুয়ারি) বিকেল ৫টায় নারায়ণগঞ্জের চাষাঢ়া শহীদ মিনারে শহরের বিভিন্ন বিদ্যালয়ের শিশুদের নিয়ে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।

শিশু শিক্ষার্থীদের হাতে ছিল ‘ভুলে ভরা পাঠ্যপুস্তক চাই না, বিজ্ঞানভিত্তিক একমুখী শিক্ষা চাই, প্রকৃত শিক্ষার বাস্তবায়ন চাই‘ সম্বলিত প্ল্যাকার্ড।

তারা ভুলে ভরা বই বাতিল করে দিয়ে নতুন বইয়ের দাবি জানায়।

অবস্থান কর্মসূচিতে শহরের ইকরা কিন্ডারগার্টেন, জয় গোবিন্দ উচ্চ বিদ্যালয়, পাইকপাড়া বালক ও বালিকা উচ্চ বিদ্যালয় এবং বর্ণমালা কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা অংশ নেয়।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
আরআইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।