ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

সাংবাদিক নাজমুলের মুক্তি দাবিতে রোববার সারা দেশে মানববন্ধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:০৬, জানুয়ারি ২২, ২০১৭
সাংবাদিক নাজমুলের মুক্তি দাবিতে রোববার সারা দেশে মানববন্ধন

বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদার নিঃশর্ত মুক্তি এবং তার বিরুদ্ধে নির্যাতনমূলক মামলার দায়ে তিন পুলিশ কর্মকর্তাকে অবিলম্বে প্রত্যাহার দাবিতে ঢাকাসহ সারা দেশের বিভাগীয় ও জেলা শহরে রোববার (২২ জানুয়ারি) বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

কর্মসূচিতে সারা দেশে সাংবাদিকদের ওপর হয়রানি ও নির্যাতনের প্রতিবাদ জানানো হবে। রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল ১০টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।



এতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দসহ সাংবাদিক প্রতিনিধিরা বক্তব্য দেবেন। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সব সাংবাদিককে এ কর্মসূচিতে অংশ নিতে অনুরোধ করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ

বাংলােদশ সময়: ১০০২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
এসএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।