ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও গুলিসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০১, জানুয়ারি ২১, ২০১৭
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও গুলিসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও গুলিসহ আটক ১-ছবি: বাংলানিউজ

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র, গুলি, ম্যাগজিন ও খেলনা পিস্তুলসহ জামাল উদ্দিন শেখ (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (২১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শহরের নিউমার্কেট এক নম্বর গেট সংলগ্ন কাঁচাবাজার চালপট্টি গলি থেকে তাকে আটক করা হয়।

জামালের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের বারঘরিয়া জামভাটা গ্রামে।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ শাখার এএসপি নূরে আলম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে শহরের নিউ মার্কেট এক নম্বর গেট সংলগ্ন কাঁচাবাজার চালপট্টি গলিতে অভিযান চালায় ৠাব। এসময় বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, দু’টি ম্যাগজিন ও দু’টি খেলনা পিস্তলসহ জামালকে আটক করা হয়।
 
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামাল দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনের মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।