ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

ভেড়ামারায় ৩ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৬, জানুয়ারি ২১, ২০১৭
ভেড়ামারায় ৩ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ৮০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তি মনি চাকমা এ আদেশ দেন।

দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- উপজেলার ইখতিয়ার (৩২), আশরাফুল (৪০) ও রাসেল হক (৩০)।


 
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে উপজেলার নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তারা দোষ স্বীকার করায় বিচারক এ আদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।