ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

নাগেশ্বরীতে প্রকৃত মুক্তিযোদ্ধা বাছাই কার্যক্রম শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৮, জানুয়ারি ২১, ২০১৭
নাগেশ্বরীতে প্রকৃত মুক্তিযোদ্ধা বাছাই কার্যক্রম শুরু

কুড়িগ্রাম: অনলাইন ও কেন্দ্রীয় কমান্ডসহ সংশ্লিষ্ট দপ্তরে আবেদনকারীদের মধ্য থেকে প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়েছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায়।

শনিবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এর কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কেন্দ্রীয় কাউন্সিলের সহ-সাংগাঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা ওসমান গনির সভাপতিত্বে এর কার্যক্রম শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন- নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হায়াত মো. রহমতুল্লাহ, কুড়িগ্রাম জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সহকারী কমান্ডার আজিজুল হক, আব্দুল হক ব্যাপারী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বকর সরকার, মোজাম্মেল হক প্রধান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম দিন অনলাইনে প্রায় ৩০০ জন আবেদনকারীর মধ্য থেকে ৫০ জনের কাগজপত্র যাচাই-বাছাই করা হবে।

২৭ জানুয়ারি পর্যন্ত কেন্দ্রীয়ভাবে গঠিত ছয় সদস্যের কমিটি এই কার্যক্রম পরিচালনা করবেন। এ কার্যক্রম চলাকালে তালিকাভুক্ত কিছু মুক্তিযোদ্ধার বিরুদ্ধে আনীত অভিযোগও নিষ্পত্তির কাজ করবে কমিটি।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।