ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

পিরোজপুরে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৪, জানুয়ারি ২০, ২০১৭
পিরোজপুরে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

পিরোজপুর: পিরোজপুরে মিজানুর রহমান রাজু (৩০) নামে এক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে পিরোজপুর শহরের বলাকা ক্লাব সড়কের মসজিদের সামনে এ ঘটনা ঘটে। রাজু পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ডুমুরিতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

রাজুর ছোট ভাই মো. রুবেল বাংলানিউজকে জানান, সন্ধ্যায় শহরের বলাকা ক্লাব সড়কের মসজিদে নামাজ শেষে মিজানুর বের হন। এসময় কয়েকজন যুবক মিজানুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ইসতিয়াক আহমেদ বাংলানিউজকে জানান, রাজুর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পিরোজপুর সদর থানার উপ পরিদর্শক (এসআই) আল মামুন বাংলানিউজকে জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।