ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

মাদারীপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৭, জানুয়ারি ২০, ২০১৭
মাদারীপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১৫ মাদারীপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১৫

মাদারীপুর: মাদারীপুরের রাজৈর উপজেলায় ঢাকাগামী সাউদিয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (২০ জানুয়ারি) উপজেলার সানেরপাড় এলাকায় এ দুঘর্টনা ঘটে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার গোপাল কৃষ্ণ সরকার বাংলানিউজকে জানান, বরিশাল থেকে ঢাকাগামী সাউদিয়া পরিবহনের একটি বাস সানেরপাড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ১৫ জন আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭ আপডেট: ২০৩৮ ঘণ্টা
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।