ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

সকালে উচ্ছেদ, বিকেলে জমজমাট ফুটপাত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২২, জানুয়ারি ২০, ২০১৭
সকালে উচ্ছেদ, বিকেলে জমজমাট ফুটপাত গুলিস্তান ফুটপাত

ঢাকা: সকালে হকার উচ্ছেদ অভিযান চললেও বিকেলের পর ক্রেতা-বিক্রেতায় জমজমাট হয়ে উঠেছে গুলিস্তান-পল্টনের ফুটপাত। শীতের পোশাক, জামা-জুতোর দর-দাম, হাঁক-ডাক শুনে বোঝারই উপায় নেই এসব ফুটপাতে ঘণ্টা কয়েক আগেই চলেছে হকার উচ্ছেদ অভিযান।

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (২০ জানুয়ারি) গুলিস্তান-পল্টন অঞ্চলের ফুটপাতে এ চিত্র দেখা যায়।

গুলিস্তান ফুটপাতের প্যান্ট বিক্রেতা সাগর বাংলানিউজকে বলেন, ‘সকালে একবার বসছিলাম তখন পুলিশ অভিযান চালায়ে সবাইরে উচ্ছেদ করে দেয়।

বিকাল ৩টার পর আবার বসছি। কিছুই করার নাই, পকেটেও টাকা নাই, তাই আবার ফুটপাতে বসতে বাধ্য হইলাম। ’

‘নিজ দায়িত্বে ফুটপাতে বইসা পড়লাম। তাছাড়া ব্যবসা না করলে খাবো কী? ঘরে বইসা থাকলে তো মেয়র ডাইকা নিয়া খাওয়াইবো না! তারা তো শুধু পারবো উচ্ছেদ করতে। একটা চাকরি তো দিতে পারে না’, এভাবেই ক্ষোভ প্রকাশ করেন আরেক হকার।

গুলিস্তানের ফুটপাতে শীতের পোশাক কিনতে আসা শহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, ‘বেশ কয়েক দিন ধরে সিটি করপোরেশন ফুটপাত থেকে হকার উঠিয়ে দিচ্ছে, এতে করে আমাদের মতো নিম্ন আয়ের মানুষের অনেক ক্ষতি হচ্ছে। কম দামে কাপড় কিনতে পারবো না আবার বেশি দামে কিনাও সম্ভব না। ’

তিনি আরও বলেন, ধনীদের জন্য গরিবেরা কেন এত কষ্ট করবে? আমরা চাই এ ব্যাপারে সরকার এবং সিটি করপোরেশন একটা ভালো উদ্যোগ নিক।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
ওএফ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।