ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

রাজধানীতে ট্রাকের ধাক্কায় ২ যুবক নিহত 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫১, জানুয়ারি ১৭, ২০১৭
রাজধানীতে ট্রাকের ধাক্কায় ২ যুবক নিহত 

ঢাকা: রাজধানীর চকবাজারে ট্রাকের ধাক্কায় সানি (২০) ও আকাশ (২৫) নামে দুই মোটরসাইল আরোহী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় রিপন (২০) নামে আরেক মোটরসাইল আরোহী আহত হয়েছেন। 

মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে চকবাজারের নাজিমউদ্দিন রোডে অবস্থিত আফতাব হোটেলে সামনে এ দূর্ঘটনা ঘটে।

চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আফতাব হোটেলের সামনে রাত ১টার দিকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে তিন মোটরসাইল আরোহী আহত অবস্থায় মাটিতে পড়ে যান।

 

পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সানি ও আকাশকে রাত দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।  

তিন মোটরসাইকেল আরোহী রাজধানীর বংশাল মাঠ সংলগ্ন সুইপার কলোনির বাসিন্দা।  

এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে বলেও তিনি জানান।  

বাংলাদেশ সময়: ০২৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭ 
এজেডএস/এমএ/এসএনএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ