ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

ফেনীতে প্রাইভেটকার চাপায় গৃহবধূ নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৯, জানুয়ারি ১৭, ২০১৭
ফেনীতে প্রাইভেটকার চাপায় গৃহবধূ নিহত

ফেনী: ফেনীর লেমুয়া এলাকায় প্রাইভেটকার চাপায় আসমা আক্তার (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে তার শিশু সন্তান (১)।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আসমা জেলা সদর উপজেলার মোটবী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাহার মিয়ার স্ত্রী।

 

ফেনী মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, দুপুরে লেমুয়া এলাকায় ছেলেকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন আসমা। এসময় পেছন থেকে একটি প্রাইভেটকার তাদের চাপা দেয়। এতে গুরুতর আহত হন তারা।

এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিলে চিকিৎসক আসমাকে মৃত ঘোষণা করেন। শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ