রোববার (১৫ জানুয়ারি) সকাল সোয়া ১১টার পর বাংলাদেশ ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় এ মোনাজাত করা হবে। এতে অংশ নিতে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকা থেকে ছুটে আসছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
ইজতেমাস্থলের আশপাশ ঘুরে দেখা গেছে, মূল ময়দানে জায়গা না পেয়ে রাস্তায় বসে পড়ছেন মুসল্লিরা। সবাই এরইমধ্যে জপতে শুরু করেছেন মহান সৃষ্টিকর্তার গুনগান, শুরু হয়েছে জিকির-আজকার।
বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
এএম/এইচএ/