ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

জাতীয়

বিশ্ব ইজতেমায় মৃত্যু বেড়ে ৮ জনে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:০৩, জানুয়ারি ১৫, ২০১৭
বিশ্ব ইজতেমায় মৃত্যু বেড়ে ৮ জনে

গাজীপুর: এবারের বিশ্ব ইজতেমায় যোগ দিতে এসে আরো এক মুসল্লির মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা ৮ জনে দাঁড়িয়েছে। 

মাসলাহাল জামাতের আমির আদম আলী জানান, শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ইজতেমা ময়দানে আরো এক মুসল্লি মারা গেছেন। নিহতের নাম বেদন মিয়া (৬৫)।

তার বাড়ি ঢাকার সবুজবাগের কদমতলা এলাকায়।  

এর আগে- তারা মিয়া (৫৫), বাবুল মিয়া (৬৫), সাহেব আলী (৪০), হোসেন আলী (৬০), আব্দুস সাত্তার (৬৫), জানু ফকির (৬৮) ও ফজলুল হক (৬০) নামে ৭ মুসল্লির মৃত্যু হয়।  

প্রচণ্ড শীত ও বার্ধক্যজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ০৯০২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
আরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।