ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

জাতীয়

লালমনিরহাটে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৭, জানুয়ারি ১১, ২০১৭
লালমনিরহাটে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক লালমনিরহাটে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ৮০ বোতল ফেনসিডিলসহ রইচ মিয়া (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ৮০ বোতল ফেনসিডিলসহ রইচ মিয়া (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

 

বুধবার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলার মহিষখোচা ইউনিয়নের গোবর্দ্ধন এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

লালমনিরহাট ডিবি পুলিশের উপপরিদর্শক আফওয়াজুল ইসলাম বাংলানিউজকে জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট ডিবি পুলিশের একটি দল রইচ মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় ৮০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।

লালমনিরহাট গোয়েন্দা পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী খান বাংলানিউজকে জানান, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।