ঢাকা, সোমবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

জাতীয়

রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে যুবকের লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৪, জুলাই ৬, ২০২৫
রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে যুবকের লাশ উদ্ধার প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় রিয়া গোপ (খান সাহেব ওসমান আলী) ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৬ জুলাই) ভোর ৬টায় পথচারীদের কাছ থেকে সংবাদ পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের চোখ, গলা ও দুই হাতে আঘাতের দাগ রয়েছে।

পথচারীরা জানান, স্টেডিয়ামের সামনে থেকে সাইনবোর্ড পর্যন্ত বাউল গানের নামে অপসংস্কৃতি চলা অন্তত ৮টি গানের ক্লাব রয়েছে। সারারাত প্রতিটি ক্লাবে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজিয়ে শত শত নারী পুরুষের নাচ গান চলে।  

অপরদিকে ক্লাবগুলোর সামনেই প্রতিদিন ছিনতাই ও খুন সংঘঠিত হচ্ছে। স্টেডিয়ামের সামনে একটি ক্লাব রয়েছে সেই ক্লাবের প্রায় ৩০ গজ দূরে আজ ভোরে এক যুবককে হত্যা করা হয়েছে।  

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, কালো গেঞ্জি ও কালো ফুল প্যান্ট পড়া এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার দুই হাতে ও গলায় দাগ রয়েছে। ডান চোখও আঘাতের কারণে ফোলা। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও এ যুবককে হত্যা করে লাশ স্টেডিয়ামের সামনে সড়কের পাশে ফেলে গিয়েছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় পাওয়া গেলে হত্যাকাণ্ডের কারণ জানা যাবে।

এমআরপি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।