ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

জাতীয়

বরিশালে গ্রামীণ ব্যাংকের ৩ কর্মকর্তার কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৭, জানুয়ারি ১১, ২০১৭
বরিশালে গ্রামীণ ব্যাংকের ৩ কর্মকর্তার কারাদণ্ড

বরিশাল: অর্থ আত্মসাতের অভিযোগে বরিশালে গ্রামীণ ব্যাংকের তিন কর্মকর্তাকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) বরিশাল বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন।

সাজাপ্রাপ্ত তিনজনের মধ্যে গ্রামীণ ব্যাংক রায়পাশা শাখার সাবেক শাখা ব্যবস্থাপক দেলোয়ার হোসেন ও একই শাখার সাবেক কর্মকর্তা শাহআলম পলাতক রয়েছেন।

তবে সাজাপ্রাপ্ত অপর আসামি একই শাখার সাবেক কেন্দ্র ব্যবস্থাপক মনিরুল ইসলাম রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী হারুনর রশীদ।

আদালত সূত্রে জানা গেছে, সাজাপ্রাপ্তরা পরষ্পর যোগসাজশে ২০১০ সালের ২৯ জুলাই থেকে ২০১১ সালের ৬ জুলাই পর্যন্ত ৬ জন গ্রাহকের ২ লাখ ৯৭ হাজার ৫৮৪ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় দুদকের সহকারী পরিচালক ওয়াজেদ আলী কাজী ২০১৩ সালের ২৪ নভেম্বর একটি মামলা দায়ের করেন।

দুদকের উপ সহকারী পরিচালক নাজিম উদ্দিন ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত ১৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।