ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

জাতীয়

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:১৮, জানুয়ারি ১১, ২০১৭
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের সালনায় একটি গাড়ির সঙ্গে কভার্ড ভ্যানের ধাক্কায় সুরুজ মিয়া (২০) নামে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় সানোয়ার হোসেন নামে ওই কভার্ডভ্যানের হেলপারও আহত হন।

বুধবার (১১ জানুয়ারি) জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাসিবুর রহমান বিষয়টি বাংলানিউজকে জানান।

তিনি বলেন, মঙ্গলবার (১০ জানুয়ারি) রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় ঢাকাগামী একটি কভার্ডভ্যান অন্য একটি গাড়ির পেছনে ধাক্কা দেয়।

এতে ওই কভার্ডভ্যান চালক সুরুজ মিয়া ও হেলপার সানোয়ার হোসেন আহত হন। তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক কভার্ডভ্যান চালক সুরুজ মিয়াকে মৃত ঘোষণা করেন। মরদেহ ওই হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

হাসপাতালের চিকিৎসক কামাল করিম জানান, রাতে সুরুজ মিয়াকে মৃত অবস্থাতেই হাসপাতালে আনা হয়েছিল।

বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
আরএস/এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।