ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

জাতীয়

পাবলিক রেসপন্স খুব কাজে লেগেছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৬, জানুয়ারি ৯, ২০১৭
পাবলিক রেসপন্স খুব কাজে লেগেছে বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে/ছবি: বাংলানিউজ

ঢাকা: বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট একসঙ্গে কাজ করে ২৫ মিনিটেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে পাবলিক রেসপন্স খুব কাজে লেগেছে। তারা খুব দ্রুত আমাদের জানিয়েছেন, সাহায্য করেছেন।

সোমবার (৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর বনানীর বসতি হরিজন ভবনের অগ্নিকাণ্ড নিয়ে ব্রিফিংয়ে একথা বলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক অপারেশন, মেজর একেএম শাকিল নেওয়াজ।

তিনি বলেন, সম্ভবত নিচতলার ইলেক্ট্রিক কন্ট্রোল বোর্ড থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

নিচে পাশে থাকা মোটরসাইকেলের পেট্রোলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। একপর্যায়ে টক্সিক গ্যাস তৈরি হয়। ভবনে ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকায় সিঁড়ির দিক দিয়ে আগুন উপরের দিকে উঠে ছড়িয়ে পড়ে।

এতে কোনো হতাহত না হলেও ৫০জনকে রেসকিউ করা হয়েছে বলেও জানান তিনি।

তবে শ্বাসকষ্টের রোগী এক বৃদ্ধাকে ফায়ার সার্ভিসের স্ট্রেচারে করে নামানো হয়েছে এবং তিনি সুস্থ আছেন বলেও জানান এ পরিচালক।

** রাজধানীর বনানীতে বহুতলভবনের আগুন নিয়ন্ত্রণে
** রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন

বাংলাদেশস সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
এসজেএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।