ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

জাতীয়

বরগুনায় তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৪, জানুয়ারি ৯, ২০১৭
বরগুনায় তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু

বরগুনা: বরগুনায় তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। সোমবার (৯ জানুয়ারি) দুপুর ২টায় সারাদেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক ড. মহা. বশিরুল আলমের নেতৃত্বে বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর উপস্থিতিতে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা সার্কিট হাউজ উন্নয়ন মেলা মাঠে গিয়ে শেষ হয়।

এসময় র‌্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠন অংশ নেয়।

মেলায় জেলার পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ১৫৪টি স্টলে উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা হবে। মেলা চলবে ১১ জানুয়ারি পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।