ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

জাতীয়

মাগুরায় তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৩, জানুয়ারি ৯, ২০১৭
মাগুরায় তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু

মাগুরা: মাগুরায় তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে।

এ ‍উপলক্ষে সোমবার (০৯ জানুয়ারি) জেলা প্রশাসনের উদ্যোগে শহরের নামানী মায়দান থেকে একটি র‌্যালি করা বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে কালেক্টরেট মাঠে এসে শেষ হয়।

এরপর সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যাতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা এমপি কামরুল লাইলা জলি।

জেলা প্রশাসক মাহবুবর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- পুলিশ সুপার মুনিবুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খোন্দকার আজিম আহমেদ, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহাজ উদ্দিন, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মীর্জা মো. ইফতেখার আলী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল লতিফ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ডু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রোস্তম আলী, পৌরসভার প্যানেল মেয়র মোকবুল হোসেন মাকুল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।