ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

জাতীয়

৮ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৫৫, জানুয়ারি ৭, ২০১৭
৮ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জ: ঘন কুয়াশার কারণে আট ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। কুয়াশা কমে যাওয়ায় শনিবার (৭ জানুয়ারি) সকাল পৌনে ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়।

 

পাটুরিয়া ফেরিঘাট শাখা নৌ পুলিশের ইনচার্জ সামছুল আলম বাংলানিউজকে জানান, শুক্রবার (৬ জানুয়ারি) রাতে ঘন কুয়াশায় নদীর মার্কিং বাতি অস্পষ্ট হয়ে ওঠে। এ অবস্থায় সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে রাত পৌনে ১টার দিকে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

পরে কুয়াশা কেটে গেলে সকাল পৌনে ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়।

এদিকে, দীর্ঘ সময় ফেরি পারাপার বন্ধ থাকায় নৌরুটের উভয় ঘাটে নয় শতাধিক গাড়ির জট সৃষ্টি হয়েছিল। তবে ফেরি চলাচল শুরু হওয়ায় ধীরে ধীরে যানজট কমছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯৫১ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
বিএসকে/এসআই

** ঘন কুয়াশায় তিন নৌরুটে ফেরি চলাচল বন্ধ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।