ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

জাতীয়

কাজিপুরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৯, ডিসেম্বর ২১, ২০১৬
কাজিপুরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের কাজিপুরে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় ধর্ষণসহ একাধিক মামলার আসামি মো. রাজিব হোসেনকে (২৬) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুরে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় ধর্ষণসহ একাধিক মামলার আসামি মো. রাজিব হোসেনকে (২৬) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

 

বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মো. হাসিবুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার (২০ ডিসেম্বর) গভীর রাতে কাজিপুরের সোনামুখী বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

রাজিব নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার পাঁচাইখা গ্রামের আইবুর রহমান কসাইয়ের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনামুখী বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে রাজীবকে গ্রেফতার করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাংলানিউজকে জানান, রাজীবের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় ধর্ষণ, শ্লীলতাহানি ও হুমকির অপরাধে তিনটি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।