ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

মানবতাবিরোধী মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:০৭, ডিসেম্বর ১৯, ২০১৬
মানবতাবিরোধী মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামির মৃত্যু

মানবতাবিরোধী অপরাধের মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রাজাকার কমান্ডার গাজী আব্দুল মান্নান (৮০) মৃত্যুবরণ করেছেন।

কিশোরগঞ্জ: মানবতাবিরোধী অপরাধের মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রাজাকার কমান্ডার গাজী আব্দুল মান্নান (৮০) মৃত্যুবরণ করেছেন।

সোমবার (১৯ ডিসেম্বর) ভোরে নারায়ণগঞ্জ জেলার কাঁচপুরে এক আত্মীয়ের বাসায় মারা যান তিনি।


 
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী রাজাকার কমান্ডার গাজী আব্দুল মান্নানের ছেলেদের বরাত দিয়ে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ৩ মে  কিশোরগঞ্জের করিমগঞ্জের দুই ভাইসহ চার রাজাকারের মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- রাজাকার শামসুদ্দিন, রাজাকার নাসিরউদ্দিন আহমেদ, রাজাকার কমান্ডার গাজী আব্দুল মান্নান ও রাজাকার হাফিজ উদ্দিন। রাজাকার শামসুদ্দিন ছাড়া অন্যরা পলাতক।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।