ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

ঈশ্বরগঞ্জে বাল্য বিয়ের দায়ে ৪ জনের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৭, ডিসেম্বর ১৭, ২০১৬
ঈশ্বরগঞ্জে বাল্য বিয়ের দায়ে ৪ জনের কারাদণ্ড

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাল্য বিয়ের অপরাধে বর, বরের ভগ্নিপতি ও ঘটককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কনের বাবা মোহাম্মদ আলীকেও এক হাজার টাকা অর্থ দণ্ডে দণ্ডিত করা হয়।

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাল্য বিয়ের অপরাধে বর, বরের ভগ্নিপতি ও ঘটককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় কনের বাবা মোহাম্মদ আলীকেও এক হাজার টাকা অর্থ দণ্ডে দণ্ডিত করা হয়।

শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব কুমার সরকার এ দণ্ডের রায় দেন।

ঈশ্বরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার খলিল নগর গ্রামে বাল্য বিয়ের আসর থেকে বিয়ের ঘটক জর্জ মিয়া (৪০), বর আলমগীর হোসেন (২২), ভগ্নিপতি আবুল হাসেম (৬০) ও কনের পিতা মোহাম্মদ আলীকে (৭০) আটক করা হয়।

পরে শনিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
এমএএএম/এসআরএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।