ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

ফকিরাপুলে ছুরিকাঘাত করে ব্যবসায়ীর লাখ টাকা ছিনতাই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২৮, ডিসেম্বর ১৭, ২০১৬
ফকিরাপুলে ছুরিকাঘাত করে ব্যবসায়ীর লাখ টাকা ছিনতাই

রাজধানীর ফকিরাপুলে ছিনতাইকারী কবলে পড়ে সিলেটের এক ব্যবসায়ীর এক লাখ টাকা খোয়া গেছে। ওই ব্যবসায়ীর নাম আনার মিয়া (৪৭)।

ঢাকা: রাজধানীর ফকিরাপুলে ছিনতাইকারী কবলে পড়ে সিলেটের এক ব্যবসায়ীর এক লাখ টাকা খোয়া গেছে। ওই ব্যবসায়ীর নাম আনার মিয়া (৪৭)।

শনিবার (১৭ ডিসেম্বর) ভোর পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে। সিলেটের দক্ষিণ সুরমায় আশা মেশিনারিজ স্টোরের মালিক আনার মিয়া।  

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আনার মিয়া বাংলানিউজকে বলেন, মালামাল ক্রয়ের জন্য ঢাকায় আসেন। ভোরে রাজারবাগ পুলিশ লাইনের সামনে বাস থেকে নামেন। রিকশাযোগে পুরান ঢাকার নবাবপুরে যাওয়ার সময় পথে ফকিরাপুলে পৌঁছলে একটি মোটারসাইকেলযোগে দুই ব্যক্তি তার হাতে ও পায়ে ছুরিকাঘাত করে। এ সময় তার কোমরে লুকিয়ে রাখা এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্প ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে বিষয়টি জানান।

বাংলাদেশ সময়: ০৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
এজেডএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।