ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিকৃবি কর্মচারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১২, ডিসেম্বর ১৩, ২০১৬
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিকৃবি কর্মচারীর মৃত্যু ছবি: প্রতীকী

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল হোসেন (৩৮) নামে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) এক হল কর্মচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ক্যাম্পাস এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

সিলেট: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল হোসেন (৩৮) নামে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) এক হল কর্মচারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ক্যাম্পাস এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

কামাল হোসেন বরিশাল জেলার বাসিন্দা। তিনি বিশ্ববিদ্যালয়ের আব্দুস সামাদ আজাদ হলে বাবুর্চির কাজ করতেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, কামাল ডিস এন্টেনা লাইন মেরামত করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শাহপরান থানা ও দমকল বাহিনীকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করেন।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল মুন্সি বাংলানিউজকে বলেন, সুরতহাল প্রতিবেদন শেষে কামালেন মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠ‍ানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
এনইউ/জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।