ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

গাজীপুরে গাড়ি চাপায় দিনমজুরের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৪১, ডিসেম্বর ১৩, ২০১৬
গাজীপুরে গাড়ি চাপায় দিনমজুরের মৃত্যু

গাজীপুরের ভোগড়া এলাকায় গাড়ি চাপায় রফিকুল ইসলাম (৩৮) নামে এক দিনমজুর মারা গেছেন।

গাজীপুর: গাজীপুরের ভোগড়া এলাকায় গাড়ি চাপায় রফিকুল ইসলাম (৩৮) নামে এক দিনমজুর মারা গেছেন।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ভোর ৪টার দিকে মীরেরবাজার বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।

রফিকুল নাটোরের সিংড়া থানার শৈলমারী গ্রামের মৃত ওসমান আলীর ছেলে।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ, উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুস ছালাম জানান, রাস্তা পার হওয়ার সময় কোনো একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে, জানান আব্দুস ছালাম।

বাংলাদেশ সময়: ০৯৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
আরএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।