ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

জাতীয়

বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবক আহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৭, ডিসেম্বর ১০, ২০১৬
বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবক আহত

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাটারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি যুবক আবু বক্কর মিয়া (৩২) গুরুতর আহত হয়েছেন।

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাটারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি যুবক আবু বক্কর মিয়া (৩২) গুরুতর আহত হয়েছেন।  

শনিবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আবু বক্করকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত যুবক ফুলবাড়ী উপজেলার গোরকমণ্ডল গ্রামের আলী বকসের ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, সকালে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৩১ এর ১ এস’র পার্শ্ববর্তী জমিতে গরু চরাতে যান আবু বক্কর। এ সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে ভারতীয় ১২৪ বিএসএফ নারায়ণগঞ্জ বিওপি’র টহলরত সদস্যরা। এতে নো-ম্যান্স এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় আবু বক্কর পড়ে থাকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুরে পাঠিয়ে দেয়।  

বিজিবি বালারহাট ক্যাম্পের হাবিলদার হুমায়ূন কবীর বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে ঘটনাটি জানার পর বিজিবি’র পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফ’কে পত্র দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
পিসি/ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।