ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

জাতীয়

রামগড়ে অস্ত্র-গুলি উদ্ধার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৬, ডিসেম্বর ৯, ২০১৬
রামগড়ে অস্ত্র-গুলি উদ্ধার

খাগড়াছড়ি জেলার রামগড়ের পাতাছড়া ইউনিয়নের ঢাকাইয়া কলোনি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে সেনা বাহিনীর একটি দল।

রামগড় (খাগড়াছড়ি): খাগড়াছড়ি জেলার রামগড়ের পাতাছড়া ইউনিয়নের ঢাকাইয়া কলোনি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে সেনা বাহিনীর একটি দল।
 
শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে এ অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

সেনা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে বিকেলে ঢাকাইয়া কলোনি এলাকায় অভিযান চালায় সেনা বাহিনীর একটি দল। এসময় পার্শ্ববর্তী জঙ্গল থেকে একটি দেশীয় এলজি, দুই রাউন্ড গুলি ও তিনটি চাঁদা আদয়ের রশীদ বই উদ্ধার করা হয়। সন্ত্রাসীরা সেনা উপস্থিতি টের পেয়ে অস্ত্র ফেলে পার্শ্ববর্তী জঙ্গলে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
 
এ ব্যাপারে মামলা দায়েরের পর অস্ত্রগুলো রামগড় থানায় জমা দেওয়া হবে বলে জানিয়েছে সূত্রটি।

বাংলাদেশ সময়: ০১২৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।