ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

জাতীয়

কেরানীগঞ্জে রোকেয়া দিবসে আলোচনা সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৮, ডিসেম্বর ৯, ২০১৬
কেরানীগঞ্জে রোকেয়া দিবসে আলোচনা সভা

‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০১৬’ উদযাপন উপলক্ষে কেরানীগঞ্জে ৠালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কেরানীগঞ্জ, ঢাকা: ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০১৬’ উদযাপন উপলক্ষে কেরানীগঞ্জে ৠালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৯ ডিসেম্বর) উপজেলা পরিষদ থেকে একটি ৠালি বের হয়।

ৠালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এসে শেষ হয়। কেরানীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এসব কার্যক্রমের আয়োজন করে।

এরপর, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়। জয়িতাদের হাতে সম্মাননা স্বরুপ ক্রেস্ট  তুলে দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পারভেজুর রহমান জুমন।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা মান্না, উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।