ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

জাতীয়

সৈয়দপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২২, ডিসেম্বর ৯, ২০১৬
সৈয়দপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘আসুন, দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’ এই স্লোগান নিয়ে সৈয়দপুরের নীলফামারীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।

সৈয়দপুর (নীলফামারী): ‘আসুন, দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’ এই স্লোগান নিয়ে সৈয়দপুরের নীলফামারীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।

 

শুক্রবার (৯ ডিসেম্বর) সৈয়দপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে সেখানে দুর্নীতি প্রতিরোধ সৈয়দপুর উপজেলা কমিটির ব্যানারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও সুধীজন অংশগ্রহণ করেন।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

এছাড়া সেখানে আরও বক্তব্য রাখেন- সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আব্দুল বাছেদ, সহ-সভাপতি ও সৈয়দপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান হাফিজ, সৈয়দপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাকির হোসেন বাদল, শিক্ষক মশিউর রহমান, সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
বিএসকে/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।