ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

চান্দিনায় ট্রাক্টরচাপায় শিশু নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫২, ডিসেম্বর ৬, ২০১৬
চান্দিনায় ট্রাক্টরচাপায় শিশু নিহত

কুমিল্লার চান্দিনায় পাওয়ার ট্রিলারের (ট্রাক্টর) চাপায় সুমন (০৮) নামে একটি শিশু নিহত হয়েছে।

চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনায় পাওয়ার ট্রিলারের (ট্রাক্টর) চাপায় সুমন (০৮) নামে একটি শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (০৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার বরকইট ইউনিয়নের কিছমত-শ্রীমন্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

সুমন তার মায়ের সঙ্গে নানা আবদুল লতিফের বাড়িতে বসবাস করতো।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, দুপুরে তার নানার বাড়ির নির্মাণাধীন বিল্ডিংয়ের বালুবাহী ট্রাক্টরের পেছনে ঝুলছিল সুমন। এসময় ধাক্কা লেগে চাকার নিচে পিষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।