ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

জোড় ইজতেমার আখেরি মোনাজাত সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২৩, ডিসেম্বর ৬, ২০১৬
জোড় ইজতেমার আখেরি মোনাজাত সম্পন্ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো টঙ্গীর তুরাগ তীরে তাবলীগ জামাত আয়োজিত পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা।

গাজীপুর: আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো টঙ্গীর তুরাগ তীরে তাবলীগ জামাত আয়োজিত পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা।

মঙ্গলবার (০৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে মাওলানা মো. জমসের জোড় ইজতেমার আখেরী মোনাজাত পরিচালনা করে।

বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির মুরব্বি মাওলানা গিয়াস উদ্দিন বাংলানিউজকে বলেন, হাজার হাজার মুসল্লিদের অংশগ্রহণে গত ০২ ডিসেম্বর (শুক্রবার) ভোর থেকে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়।

এই পাঁচদিন মুসল্লিরা জিকির, বয়ান ও খোদার দরবারে ফরিয়াদ করেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্যেদিয়ে জোড় ইজতেমা সম্পন্ন হয়।

আগামী ১৩ জানুয়ারি (শুক্রবার) শুরু হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ১৫ জানুয়ারি (রোববার) আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে প্রথম পর্ব। চারদিন বিরতির পর ২০ জানুয়ারি (শুক্রবার) শুরু হবে দ্বিতীয় পর্ব। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ২২ জানুয়ারি (রোববার) শেষ হবে দ্বিতীয় পর্ব।  

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৬
আরএস/জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।