ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৫৪, ডিসেম্বর ৬, ২০১৬
আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে সাইদুর মিয়া (১৬) নামে রাইছ মিল শ্রমিকের মৃত্যু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে সাইদুর মিয়া (১৬) নামে রাইছ মিল শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৬ ডিসেম্বর) সকালে আশুগঞ্জ রেলস্টেশনের হোম সিগন্যালের পূর্বপাশে রেলসেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই শ্রমিক সুনামগঞ্জের মৃত আবু বক্কর মিয়ার ছেলে। সে অাশুগঞ্জ উপজেলার আলমনগর এলাকার অতুল রাইছ মিলের শ্রমিক।

আশুগঞ্জ রেলস্টেশনের মাস্টার মো. রফিকুল ইসলাম জানান, সকালে স্থানীয় লোকজন আশুগঞ্জ রেলসেতুর পূর্বপাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে আখাউড়া রেলওয়ে থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।  

তিনি আরো জানান, কোন ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।  

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।