ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

ধুনটে ৫০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৩৫, ডিসেম্বর ৬, ২০১৬
ধুনটে ৫০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ

বগুড়ার ধুনট উপজেলার বথুয়াবাড়ি সেতুর জোড়শিমুল বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ।

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলার বথুয়াবাড়ি সেতুর জোড়শিমুল বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন।

 

তিনি আরো জানান, সোমবার রাতে কয়েকজন মাদক ব্যবসায়ী ৫০ কেজি গাঁজা নিয়ে প্রাইভেটকারে করে উত্তরাঞ্চল থেকে ঢাকা যাচ্ছিল। খবর পেয়ে পুলিশ জোড়শিমুল বাজার এলাকায় অবস্থান নেয়। টের পেয়ে তারা ওই এলাকা পার হয়ে ধুনট-শেরপুর সড়কের বথুয়াবাড়ি সেতুর ওপর প্রাইভেটকারটি ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ ওই গাড়িতে তল্লাশি চালিয়ে ৫০ কেজি গাঁজা উদ্ধার করে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধুনট থানায় মামলা করা হয়েছে। এছাড়া জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৬
এসআই/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।