ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

বাগেরহাটে ট্রলির ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:১৮, ডিসেম্বর ৬, ২০১৬
বাগেরহাটে ট্রলির ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

বাগেরহাটে বালু বোঝাই টলির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।

বাগেরহাট: বাগেরহাটে বালু বোঝাই টলির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পুরাতন বাগেরহাট-রূপসা সড়কের বাগেরহাট সদর উপজেলার রাংদিয়া কলেজিয়েট স্কুলের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-বাগেরহাট সদর উপজেলার আফরা গ্রামের আনাম জমাদ্দারের ছেলে তান্না জমাদ্দার (১৮) এবং মশিদপুর গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে সাকিব (১৫) ও বেনেগাতি গ্রামের সুভাস দাসের ছেলে অমিত দাস (১৮)।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান খাঁন বলেন, ওই তিনজন মোটরসাইকেলে করে যাত্রাপুরের আফরা এলাকা থেকে বাগেরহাট আসছিলেন। পথে ওই স্কুলের কাছে এলে বিপরীত দিক থেকে আসা বালু ভর্তি একটি পাওয়ার টিলার (টলি) মোটরসাইকেলটিকে ধাক্কায় দেয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। এরপর বিকেলে অমিত অবস্থা গুরুতর হওয়ায় খুলনা থেকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান্‌।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।