ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

রাজধানীতে ৭ নাইজেরিয়ানসহ আটক ৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৩৪, ডিসেম্বর ৬, ২০১৬
রাজধানীতে ৭ নাইজেরিয়ানসহ আটক ৮

রাজধানীর মিরপুর ও দক্ষিণখান থানা এলাকা থেকে নাইজেরিয়ার সাত নাগরিকসহ আটজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব -৪) সদস্যরা।

ঢাকা: রাজধানীর মিরপুর ও দক্ষিণখান থানা এলাকা থেকে নাইজেরিয়ার সাত নাগরিকসহ আটজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব -৪) সদস্যরা।

মঙ্গলবার (০৫ ডিসেম্বর) দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাবের মিডিয়া উইং এর পরিচালক মুফতি মাহমুদ খান বাংলানিউজকে জানান, মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে লটারি জেতার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে তাদের আটক করা হয়।

বেলা ১১টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৬
এসজেএ/আরআইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।