ঢাকা, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

হাঙ্গেরির সঙ্গে সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১০, ডিসেম্বর ৩, ২০১৬
হাঙ্গেরির সঙ্গে সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন ছবি: পিআইডি’র সৌজন্যে

হাঙ্গেরির রাষ্ট্রপতির আমন্ত্রণে বিশ্ব পানি সম্মেলনে যোগ দিয়ে সেদেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে, যার মাধ্যমে একটি নতুন সম্পর্ক সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী...

ঢাকা: হাঙ্গেরির রাষ্ট্রপতির আমন্ত্রণে বিশ্ব পানি সম্মেলনে যোগ দিয়ে সেদেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে, যার মাধ্যমে দেশটির সঙ্গে একটি নতুন সম্পর্কের দিগন্ত উন্মোচিত হয়েছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (০৩ ডিসেম্বর) বিকেলে প্রধানমন্ত্রী বাসভবন গণভবনে সম্প্রতি হাঙ্গেরি সফর নিয়ে সংবাদসম্মেলনে তিনি এসব কথা বলেন।



শেখ হাসিনা বলেন, তিনটি গুরুত্বপূর্ণ চুক্তি দেশটির সঙ্গে আমাদের হয়েছে। এছাড়া ১০০ জনকে প্রতি বছর শিক্ষা বৃত্তি দেবে সেদেশের সরকার। পাশাপাশি হাঙ্গেরির রাষ্ট্রপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছি। তিনি তার সুবিধাজনক সময়ে আসবেন বলে আমাকে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৬
এমইউএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।